শনি. এপ্রি ২০, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি |

প্রাণের বাগেরহাটের পক্ষ থেকে কর্মহীন পরিবাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

ফেসবুক গ্রুপ প্রাণের বাগেরহাটের পক্ষ থেকে করোনায় কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।  মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে বাগেরহাট শহরের পুরাতন কোর্ট মসজিদ চত্বরে উপকারভোগীদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন। এসময়,  পৌরসভার কাউন্সিলর তৌহিদুর রহমান জনি, প্রাণের বাগেরহাট ফেসবুক গ্রুপের চীফ এ্যাডমিন শাওন পারভেজ, এ্যাডমিন গাজী রেজওয়ান শাথিলসহ উপকার ভোগীরা উপস্থিত ছিলেন। এসময় বাগেরহাট শহর ও শহরতলীর ১৯৫জনকে খাদ্য সামগ্রী দেয়া হয়। পরে বিকে ফকিরহাট উপজেলার কাটাখালি মোড়স্থ বেদে পল্লীতেও খাদ্য সামগ্রী বিতরণ করেন ব্যতিক্রমধর্মী এই সংগঠনটি। প্রাণের বাগেরহাট ফেসবুক গ্রুপের চীফ এ্যাডমিন শাওন পারভেজ বলেন, করোনা পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এই প্লাটফরমের মাধ্যমে আমরা মানুষকে নানা ধরণের সহযোগিতা করে আসছি। বিভিন্ন সময় খাদ্য সামগ্রী বিতরণ, পথ শিশুদের পোশাক প্রদান, রান্না করা খাবার বিতরণসহ নানা প্রকার সামাজিক কাজ করছি আমরা। ভবিষ্যতেও এ ধরণের কাজ অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *