শনি. এপ্রি ২০, ২০২৪

বাগেরহাট অফিস.
বাগেরহাট বুদ্বি প্রতিবন্দী স্কুলের শিক্ষার্থী মো: ফারহান খার ছবি আকা দেখে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা তার ত্রান ও কল্যান তহবিল হতে এককালিন ১লক্ষ টাকার চেক প্রদান করেছেন।জানাগেছে,বাংলা নববর্ষ ১৪২৯ এবং পবিত্র ঈদুল ফিতর ২০২২ –এর শুভেচ্ছা কার্ডে ব্যবহত প্রতিবন্দী স্কুলের শিক্ষার্থী মো: ফারহান খার ছবি আকা দেখে সন্মানী হিসাবে এক লক্ষ টাকা প্রদান করেছেন। প্রধান মন্ত্রীর কার্যালয় থেকে এসাইনমেন্ট অফিসার আফরোজা বিনতে মনসুর গাজী লিপির (অংশ -২৪৩-১২৮৮) স্বাক্ষরিত এক পত্রে এতথ্য জানাগেছে। প্রধান মন্ত্রীর কার্যালয় এর পত্র পেয়ে গতকাল রবিবার বাগেরহাট বুদ্বি প্রতিবন্দী স্কুলের শিক্ষার্থী মো: ফারহান খার হাতে এই চিঠি তুলে দেন।এসময় স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক সংসদ সদস্য  এ্যাড: মীর শওকাত আলী বাদশা,সাবেক প্রধান শিক্ষিকা মিসেস বেবী মোরশেদা খানম,প্রচার সম্পাদক সাংবাদিক মোল্লা আব্দুর রব,প্রধান শিক্ষক হিমাংশু কুমার পাল,শিক্ষিকা পারভীন আক্তার,মনজিদা খানম,শারমিনা আশরাফী,দ্বিপানিতা পাল,নবনিতা রায়সহ শিক্ষাথী,সুধিজন ও অভিবাবকরা উপস্থিত ছিলেন।

rb

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *