মঙ্গল. এপ্রি ১৬, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাট নারী উন্নয়ন ফোরামের সভা ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা নারী উন্নয়ন ফোরামের সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। জেলা নারী উন্নয়ন ফোরাম সভাপতি ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন ফোরাম উপদেস্টা এবং কচুয়া উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার। সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন মহিলা ভাইস চেয়ারম্যান মোংলা কামরুন্নাহার হাই, রামপাল হোসনেআরা মিলি, শরনখোলা রহিমা আকার হাসি, ফকিরহাট তহুরা খানম, মোল্লাহাট রুবিয়া বেগম, চিতলমারী সাবেরা কামাল স্বপ্না, মোড়েলগঞ্জ সাধারন সম্পাদক রাজিয়া খানম, কচুয়া সাধারন সম্পাদক দীপা রানী বিশ্বাস। বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এর অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের সহযোগিতায় নারী উন্নয়ন ফোরাম এই সভা বাস্তবায়ন করে। সভা শেষে চার দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়। দাবি গুলির মধ্যে ছিল (১)পরিপত্র অনুযায়ী উপজেলা বার্ষিক বাজেটের ৩% নারী উন্নয়ন ফোরামের জন্য বরাদ্দ দেয়া, (২) উপজেলা ও ইউনিয়নের ২৫% প্রকল্প নারী সদস্যদের দ্বারা বাস্তবায়ন করা, (৩) ইউপিতে নারী জনপ্রতিনিধির মর্যাদা সমুন্নত করা, (৪) নারী জনপ্রতিনিধিদের সম্মানী নিয়মিত করা।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *