বুধ. এপ্রি ২৪, ২০২৪

 

 

 বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হকের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (২২মে) বেলা ১১টায় বাগেরহাট প্রেসক্লাবের সামনে জেলা  বীর মুক্তিযোদ্ধাদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা শেখ শওকত হোসেন. ডা: আব্দুল রাজ্জাক, নকীব সিরাজুল হক, রিশিকেশ দাশ, মোতালেব হোসেন, আব্দুল হাকিম, মীরা বেগম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের জেলা সভাপতি সাংবাদিক মাসুম হাওলাদার, এ্যাডভোকেট ফকির নওরেশুজ্জামান লালন, আজিজুল হোসেন, স্বপন বসু, ওয়াশিন টন.মুরাদ. জুবায়ের হোসেন নিকি .প্রানের বাগেরহাটের এ্যাডমিন শাওন পারভেজ প্রমুখ। বক্তারা বলেন, আ ন ম ফয়জুল হক বাগেরহাটে যোগদানের পর থেকে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। জনবান্ধব এই কর্মকর্তা বিচক্ষণতার সঙ্গে করোনা পরিস্থিতি মোকাবিলা করছেন। হঠাৎ করে তার এই বদলির আদেশে জেলার সার্বিক উন্নয়ন কর্মকা- বাধাগ্রস্ত হবে। এ কারণে জেলাবাসী হতাশ হয়েছেন। অনতিবিলম্বে তার বদলী আদেশ প্রত্যাহারের দাবি জানান বীর মুক্তিযোদ্ধারা। ৩ জানুয়ারি বাগেরহাটের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন আ.ন.ম ফয়জুল হক। মাত্র চার মাস ১৫ দিনের মধ্যে ১৬ মে আ.ন.ম ফয়জুল হককে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যান বিভাগে বদলী করা হয়। বদলী আদেশ শোনার পর থেকে বাগেরহাটবাসী ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে তার বদলী আদেশ স্থগিতের দাবি জানান।

 

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *