মঙ্গল. এপ্রি ২৩, ২০২৪
বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে জলবাযু পরিবর্তননের  প্রভাব মোকাবেলায় নাটক অনন্য মানুষ
প্রদর্শিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া
শরৎচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ে  আক্টিভিস্তা বাগেরহাটের পরিচালনায় ও
পরিবেশনায় বাঁধন মানব উন্নয়ন সংস্থা এর মাধ্যমে  এবং একশনএইড বাংলাদেশ এর
আর্থিক সহযোগিতায় আন্তর্জাতিক নারী দিবস ২০২২ উপলক্ষে জলবায়ু পরিবর্তনের
প্রভাব মোকাবেলায় নারীদের ভুমিকা শীর্ষক নাটক “অনন্য মানুষ”  প্রদর্শিত
হয় ।  আক্টিভিস্তা বাগেরহাটের সদস্যরা নাটকের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের
ফলে নারীরা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং যুব নারী নেতৃত্বে কিভাবে
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করা যায় সেটি তুলে ধরে । এসময়
অনন্যদের মধ্যে  উপস্থিত ছিলেন বিদালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুল কবির,
সিনিয়র শিক্ষক শেখ সাফিউজামান সাথী , শিবানী রানি দাস দেবনাথ নিতাই
চন্দ্র , সুশান্ত কুমার মসিক , মীর আনিসুর রহমান ও অন্যান্য শিক্ষক বৃন্দ
। এছাড়াও উপস্থিত  ছিলেন  বাঁধন মানব উন্নয়ন সংস্থার সমন্বয়কারী  সোহাগ
হওলাদার ও খোন্দকার মুশফিকুল ইসলাম । এই নাটকের মাধ্যমে প্রায় ৩০০ শতাধিক
ছাত্র – ছাত্রী জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় নারীদের ভুমিকা বিষয়ে
সচেতনা লাভ করে এবং বাস্তব জীবনে এগুলো প্রয়োগ করবে বলে আশাবাদ ব্যাক্ত
করে ।

soag

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *