মঙ্গল. এপ্রি ১৬, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটে ঘর পেলেন ৬৬২ গৃহহীন ও ভূমিহীন পরিবার।
প্রধানমন্ত্রী উদ্বোধনের পরেই বাগেরহাট জেলার ৯টি উপজেলায় ৬৬২টি নতুন ঘরের চাবি ও জমির দলিল গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হয়েছে।
প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন ঘোষানর পর পর জেলার সকল উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তাগণ উপকারভোগীদের ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করেন।
জেলার ৯টি উপজেলার মধ্যে মোড়েলগঞ্জে ১৮১, মোংলায় ১৪৫, ফকিরহাটে ৮০, বাগেরহাট সদরে ৭০. মোল্লাহাটে ৭০, রামপালে ৬০, চিতলমারীতে ২৮, কচুয়ায় ২৩ ও শরণখোলা উপজেলায় ৫ জন গৃহ ও ভূমিহীন পরিবার এ বাড়ি পেলেন।
বাগেরহাট জেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে ১ম ও ২য় পর্যায়ে ১০৭৮টি পরিবারকে ঘর দেওয়া হয়। আর ৩য় পর্যায়ে ১০৯২টি ঘরের নির্মাণের বরাদ্দ পাওয়া গেলেও নির্মাণ কাজ শেষ হওয়ায় ৬৬২ টি ঘর ভূমিহীন ও গৃহহীনদের মঙ্গলবার হস্তান্তর করা হবে। বাকী ৪২৯টি ঘরের নির্মাণ কাজ শেষ হলে হস্তান্তর করা হবে। প্রতিটি গৃহ নির্মাণে ৩য় পর্যায়ে ২ লাখ ৫৯ হাজার টাকা ব্যয় হয়েছে।rj

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *