বৃহঃ. এপ্রি ১৮, ২০২৪

কুয়াশায় ফেরি বন্ধে যাত্রীদের সীমাহীন দু‌র্ভোগ।

দৌলতদিয়া-পাটুরিয়া পারাপারের অপেক্ষায় শত শত যান

নিজস্ব প্রতিবেদক উত্তাল সংবাদ:

ফেরি চলাচল বন্ধ থাকায় রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে পদ্মা পারের অপেক্ষায় রয়েছে প্রায় সাত শতাধিক যানবাহন।

ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে বুধবার রাত ২টার দিকে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ। এতে প্রায় তিন ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কে চার কিলোমিটার এলাকায় চার শতাধিক যাত্রীবাহী বাস ও প্রাইভেটকার ও গোয়ালন্দ মোড়ে আরও দুই কিলোমিটার এলাকায় দুই শতাধিক পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে।

কুয়াশার ঘনত্ব কমে এলে বৃহস্পতিবার ভোর ৫টা থেকে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. জামাল হোসেন বলেন, ‌‘কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে রাত ২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরবর্তীতে কুয়াশার ঘনত্ব কমে এলে ভোর ৫টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। তবে ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকায় নদী পারের অপেক্ষায় শত শত যানবাহন আটকা পড়ে।বিআইড‌ব্লিউ‌টি‌সির দৌলত‌দিয়া ফেরিঘাট কর্তৃপক্ষ বলেন , তিন ঘণ্টা বন্ধ থাকার পর ১৬‌টি ফেরি দি‌য়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হ‌চ্ছে

balo

 

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *