শুক্র. এপ্রি ১৯, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাট জেলায় এই প্রথম পচনশীল পন্য সংরক্ষনের জন্য হিমাগার (কোল্ডস্টোরেজ) উদ্ভোধন করা হয়েছে। শনিবার(৫ ফেব্রুয়ারী) দুপুরে বাগেরহাট সদর উপজেলার মাঝিডাঙ্গা এলাকায় বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বি.ই কোল্ড স্টোরেজ এ্যান্ড এ্যাগ্রো প্রোসেসিং লিঃ নামের এই হিমাগার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধনী করেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, মোংলা বন্দর ক্লিয়ারিং এ্যান্ড ফরওয়ার্ডিং (সিএ্যান্ড এফ) এ্যাসোসিয়েশনের সভাপতি সুলতান আহমেদ খান, বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাগেরহাট পৌরসভার প্যানেল মেয়র তানিয়া আক্তার,প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা, ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চু, গোটাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সমসের আলী, পৌর কাউন্সিলর আসমা আজাদ, সরদার শামীম আহসানসহ বিভিন্ন ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

rj

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *