শুক্র. মার্চ ২৯, ২০২৪

প্রতিনিধি বাগেরহাট।

দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে পবিত্র ঈদুল আজহার প্রধান জামায়াত প্রতিবারের ন্যায় এবারও বাগেরহাটে বিশ্ব ঐতিহ্যপূর্ণ স্থান ষাটগম্বুজ মসজিদে অনুষ্ঠিত হবে। দেশ বিদেশের মুসল্লীদের আধিক্যের কারণে ষাটগম্বুজ মসজিদে এবারও তিনটি জামায়াত অনুষ্ঠিত হবে। এবার ঈদের প্রথম জামায়াত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায় ।
বাগেরহাটের পবিত্র ঈদ-উল আযহার প্রধান জামায়াত হবে বিশ্ব ঐতিহ্য ষাটগুম্ভুজ মসজিদ ময়দানে। স্থানীয় ও বহিরাগত মুসল্লীদের সুবিধার্থে এই মসজিদ প্রাঙ্গনে এবারও ৩টি জামাত অনুষ্ঠিত হবে। ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭ টায়, দ্বিতীয় জামাত সকাল ৭ টা ৪৫ মিনিটে, এবং ৩য় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। বিশ্ব ঐতিহ্য এই মসজিদে ঈদ-উল-আযাহার প্রথম ও প্রধান জামাতে ইমামতি করবেন বাগেরহাট আলিয়া (কামিল) মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন ষাটগম্ভুজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা হেলাল উদ্দিন। তৃতীয় এবং সর্বশেষ জামাতে ইমামতি করবেন বাগেরহাট সিঙ্গাইর জামে মসজিদের ইমাম মাওলানা মোজাহিদুল ইসলাম। ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইট ষাটগু¤॥^জ মসজিদে ঈদের জামাতের মুসল্লীদের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কর্তব্য পালন করবেন। এছাড়া বাগেরহাট পুরাতন কোর্ট জামে মসজিদ, আলীয়া মাদরাসা, মিঠাপুকুর জামে মসজিদসহ বাগেরহাট শহরের বেশিরভাগ মসজিদে ঈদ-উল-আযহার জামাত ৭টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে। অন্যদিকে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান জাতীয় পতাকার পাশাপাশি আরবি ও বাংলা হরফে লেখা ঈদ মোবারক খচিত পতাকা উত্তোলন করতে বলা হয়েছে। শহরের প্রধান প্রধান সড়কে ঈদ মোবারক লিখিত প্লাকার্ড ও ব্যানার স্থাপন করবে স্থানীয় জন প্রতিনিধি, ইসলামিক ফাউন্ডেশন ও জেলা প্রশাসন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শিশু সদন, হাসপাতাল ও কারাগারে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিম বলেন, প্রতিবছরের ন্যায় এবারও বাগেরহাট জেলার প্রধান ঈদের নামাজ ষাটগম্ভুজ মসজিদে অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য বিধি মেনে মোট ৩টি জামাত অনুষ্ঠিত হবে। এছাড়াও যেসব ঈদগাহ ও মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় তাদের নির্দিষ্ট সময় অনুযায়ী হবে। #az

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *