বৃহঃ. মার্চ ২৮, ২০২৪

৭৫এর ১৫ই আগষ্ট ইতিহাসের ভয়ংকর সেই কালদিন, বাঙালি জাতি ভুলতে পারবেনা কোনদিন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু, হৃদয়খানি ছিল তার উদার, বাঙালি জাতির জন্য। এই দেশের সব জনগণ ছিলো তার ভক্ত, তবুও হায়েনারা ঝরালো তাঁর রক্ত। রাজধানীর ধানমন্ডি ৩২নাম্বার তার বাড়ী, হায়েনারা মুহুর্তেই নিমিষেই বানালো মৃত্যুপুরী। সেদিনও পৃথিবী চলছিলো সৃষ্টির নিয়মে মসজিদেও যথারীতি হয়েছিল আযান। শিশু পুত্র “রাসেল” সবার নয়নের মনি, তাকেও শুনতে দিলনা আজানের ধ্বনি। নিরব নিথর পড়ে থাকলো সবার দেহ, হাতধরে তোলার মতো থাকলো কেহ। হতবাক হল পুরো বিশ্ব, সারা বিশ্ব মানচিত্র সৃষ্টি হলো নতুন ইতিহাস। গোটা বাঙালির চোখে শুধুই ছিল নিরব আহাকার, সবার হৃদয়ে বয়ে চলছিলো দুঃখের মহাপ্লাবন। আজো তাঁর জন্য কাঁদে লাখো কোটি বাঙালির হৃদয়, চেয়ে আছি,চেয়ে থাকবো কখন হবে সেই নব-সূর্যদোয়? মোঃওয়াহিদুজ্জামান শেখ, সিএইচ,সি,পি,সভাপতি বাগেরহাট জেলা

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *