বৃহঃ. এপ্রি ২৫, ২০২৪

১৯৭৫ এর পর ২১ বছর বাংলাদেশের ইতিহাস উল্টোভাবে চলেছে বাগেরহাটে সম্প্রীতি সমাবেশে পিযুষ বন্দোপাধ্যায়
প্রতিনিধি বাগেরহাট।
১৯৭৫ এর পর ২১ বছর বাংলাদেশের ইতিহাস উল্টো পথে চলেছে। সম্প্রীতি নষ্ট করা হয়েছে সাম্প্রদায়িকতার প্রকাশ্য রুপ বাঙ্গালি জাতি দেখেছে। ইতিহাস বিকৃতিকারীরা ও সম্প্রীতি বিনষ্টকারীরা কখনোই মানুষের ভালো চায় না। তারা এখনও আমাদের মাঝে থেকে দেশের সুনাম নষ্টের চেষ্টা করছে। সময় এসেছে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সম্প্রীতি বাংলাদেশের সভাপতি বিশিষ্ট নাট্যকার পিযুষ বন্দ্যোপাধ্যায় শুকবার রাতে বাগেরহাট জেলা শহরের এসিলাহা মিলনায়তনে এক সম্প্রীতি সমাবেশে এ কথা বলেন। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক বন্ধন তৈরীতে গড়ে তোলা সম্প্রীতি বাংলাদেশ নামের অরাজনৈতিক সংগঠনের বাগেরহাট জেলা কমিটির আনুষ্ঠানিক পরিচিতি ও সম্প্রীতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, আমরা দেশ ও জাতির সম্প্রীতি রক্ষায় কাজ করছি। আমাদের এ সংগঠন ২০১৮ সালে যাত্রা শুরু করেছে। আমাদের এ কাজ চলমান থাকবে। ইতোমধ্যে আমরা দেশের ১৭ টি জেলায় সম্প্রীতি সমাবেশ করেছি। প্রান্তিক জনগোষ্টিসহ সর্বস্তরের মানুষ কে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সোচ্চার রাখতে আমাদের এই চেষ্টা। সম্প্রীতি বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার আহবায়ক অ্যাডভোকেট মিলন কুমার ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সাবেক সচিব মোহাম্মদ নাসির উদ্দিন আহমেদ, সম্প্রীতি বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, বাগেরহাটের জেলা প্রশাসক মো. আজিজুর রহমান, পুলিশ সুপার কেএম আরিফুল হক, বাগেরহাট জেলা কমিটির সদস্য সচিব শেখ লিয়াকত হোসেন লিটন, জেলা আইনজীবি সমিতি সভাপতি ড.একে আজাদ ফিরো টিপু, ষাটগম্ভুজ ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চু, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব তাবেদার-ই রসুল চান্নু, প্রমুখ। বাগেরহাট জেলা শহরে ব্যাতিক্রম ধর্মী এ সমাবেশে বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, ধর্মীয় নেতাসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। সমাবেশ শেষে জেলা কমিটির আয়োজনে কুষ্টিয়ার বাউল শিরিন সুলতানার নেতৃত্বে বাউল সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।#az

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *