মঙ্গল. এপ্রি ২৩, ২০২৪

১৩ হাজার টাকায় বিক্রি

বঙ্গোপসাগরে ধরা পরলো ১৫০ কেজি ওজনের গোলপাতা মাছ

বাগেরহাট প্রতিনিধি:

সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ১৫০ কেজি ওজনের বিরল প্রজাতির একটি গোলপাতা মাছ ধরা পড়েছে। আজ শনিবার (১১ ডিসেম্বর) সকালে বাগেরহাট পৌর শহরের কেবি মৎস্য বাজারে  অবতারন কেন্দ্রে উন্মুক্ত ডাকে (নিলাম)১৩ হাজার টাকায় বিক্রি হয়েছে মাছটি। এ সময় মাছটিকে একনজর দেখতে ভীড় করেন স্থানীয়রা। জাহিদ শেখ নামের এক মাছ ব্যবসায়ী মাছটিকে ক্রয় করেন। বৈজ্ঞানিকভাবে মাছটির নাম সেইল ফিস। প্রায়ই এই প্রজাতির মাছ ধরা পড়লেও, এত বড় মাছ খুব বেশি একটা পাওয়া যায় না বলে দাবি জেলেদের। জেলেরা জানায়, বঙ্গোপসাগরে মাছ ধরার সময় বৃহস্পতিবার মাছটি আমাদের জালে ধরা পরে। মাঝে মাঝেই এই প্রজাতির মাছ ধরা পড়লেও এত বড় মাছ এই প্রথম আমাদের জালে উঠেছে।

স্থানীয় কালাম শেখ বলেন, কেবি বাজারে সব সময় এত বড় মাছ দেখা যায় না। সকালে জেলেরা ট্রলার থেকে মাছটি নিয়ে আসলে মাছটি এক নজর দেখতে আসলাম। মানিক শেখ বলেন, আমি এ বড় গোলপাতা মাছ কখনও দেখিনি। সকালে মাছটি নিলামে উঠানো হলে মাছটি দেখতে আসলাম। মাছের ক্রেতা জাহিদ শেখ বলেন, বাজারে বড় মাছ উঠলে আমি কেনার চেষ্টা করি। সকালে কেবি বাজারের মহিতোষ বাবুর ঘরে মাছটি উঠানো হলে ডাকের মাধ্যমে মাছটি আমি ১৩ হাজার টাকা দিয়ে কিনে নি। মাছটি প্রায় ১৫ ফুট লম্বা। মাছটি কেটে দুই’শ টাকা কেজি দরে সদর উপজেলার ডেমা ইউনিয়নের কাশিমপুর বাজারে বিক্রি করবো। সুস্বাদু মাছ হিসাবে স্থানীয় বাজারে মাছটির সুনাম রয়েছে।

sm.kbr

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *