বুধ. এপ্রি ২৪, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি :

দেড় বছর আগে করোনা মহামারির কারণে স্কুল-কলেজে যাওয়া বন্ধ হয় শিক্ষার্থীদের। অ্যাসাইনমেন্ট, অনলাইন-টিভি ক্লাসে চলে ক্লাসের পাঠদান। গত রবিবার (১২ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে দেশের স্কুল-কলেজের পাঠদান কার্যক্রম। সোমবার, ১৩ সেপ্টেম্বর সকালে বাগেরহাট সরকারী উচ্চ বিদ্যালয় এবং বাগেরহাট সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে সরকার কর্তৃক ঘোষিত স্বাস্থ্য বিধি যথাযথ ভাবে প্রতিপালন হচ্ছে কিনা সেই বিষয়ে বাগেরহাট সরকারী বালক ও বালিকা উচ্চ বিদ্যালয় অভিভাবক ফোরাম নেতৃবৃন্দ সরজমিনে পরিদর্শন করেন। স্কুল দুটির প্রধান শিক্ষক ফোরামের নেতৃবৃন্দকে কয়েকটি শ্রেণীকক্ষ এবং স্কুলের ওয়াশ রুম পরিদর্শনে নিয়ে যান। অভিভাবক ফোরামের নেতৃবৃন্দ শ্রেণীকক্ষে উপস্থিত শিক্ষার্থীদের স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান এবং স্বাস্থ্য বিধি প্রতিপালনে  স্কুলের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন,এসময় অভিভাবক ফোরামের সদস্য সচিব কল্লোল সরকার ছাড়াও অন্যানের মধ্য ফোরামের সদস্য সৈয়দ শওকত হোসেন, এস.এম রাজ, নাজমা আক্তার, আবিদা খান ললি উপস্থিত ছিলেন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *