বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ইসহাকের ছিলা এলাকা থেকে হরিণ শিকারের ফাঁদ, ডিঙ্গি নৌকাসহ ২০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বন বিভাগ।
রবিবার(০৫ জানুয়ারী) দিবাগত রাতে চাঁদপাই রেঞ্জের ইসহাকের ছিলা এলাকায় অভিযান চালিয়ে এসব মাংস জব্দ করা হয়। তবে এ সময় কোন চোরাশিকারিকে আটক করতে পারেনি বনর¶ীরা।
চাঁদপাই রেঞ্জের জিউধরা স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ইসহাকের ছিলা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় হরিণ শিকারের ফাঁদ, ডিঙ্গি নৌকাসহ ২০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। তবে বনর¶ীদের উপস্থিতি টের পেয়ে চোরাশিকারিরা পালিয়ে গেছে। চোরাশিকারিদের আটক করতে তল্লাশি চালানো হচ্ছে। rj
Leave a Reply