মঙ্গল. এপ্রি ১৬, ২০২৪

 

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনে বন্যপ্রানী শিকারী চক্রের হোতা ওয়ারেন্ট ভুক্ত আসামি তানজের বয়াতী কে গ্রেফতার করেছে শরণখোলা থানা পুলিশ। ৪ নভেম্বর ভোর রাতে উপজেলার সুন্দরবন সংলগ্ন সোনাতলা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

শরণখোলা থানা পুলিশ সুত্র জানায়, অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে বন্যপ্রানী শিকার চক্রের হোতা ও একাধিক বন্যপ্রানী হত্যা ও পাচার মামলায় ওয়ারেন্ট ভুক্ত আসামী উপজেলার সাউথখালীর সোনাতলা গ্রামের মৃত. খবির বয়াতির পুত্র তানজের বয়াতী (৫৫) কে গ্রেফতার করে শরণখোলা থানা পুলিশ ।

শরণখোলা রেঞ্জের ষ্টেশন কর্মকর্তা আঃ মন্নান বলেন , গ্রেফতারকৃত তানজের বয়াতী ২০ বছরেরও অধিক সময় ধরে সুন্দরবনে বন্যপ্রানী নিধন ও তার অঙ্গ প্রতঙ্গ পাচার করে আসছে। তার নামে শরণখোলা ষ্টেশনে বন্যপ্রানী নিধন আইনে ৮টি ও তার ছেলে কবির বয়াতির নামে ১০টি মামলা চলমান। শরণখোলা থানা অফিসার ইসচার্জ (ওসি) মো. সাইদুর রহমান বলেন, তিনটি মামলায় ওয়ারেন্টভুক্ত তানজের বয়াতীকে গ্রেফতার করে বাগেরহাট কোর্টে প্রেরণ করা হয়েছে। #

mrk

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *