শিরোনামঃ

রাজু আহমেদ এর ৩৬ তম শুভ জন্মদিনে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা

USB ডেস্কঃ
  • প্রকাশিত শুক্রবার, ২৬ মে, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।

শুভ জন্মদিন মোঃ রাজু আহমেদ আজ  শুক্রবার, (২৬ মে )২০২৩ ,৩৬ তম জন্মদিনে মোঃ রাজু আহমেদ এর

সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন অনেকে । গরিব দুঃখী ও মেহনতী মানুষের বন্ধু রাজু আহমেদ । বাগেরহাট পৌরসভার ৭:নং ওয়ার্ড কয় জন স্থায়ী

বাসিন্দা সাথে কথা হলে ওনারা বলেন রাজু আহমেদ আমাদের করোনা কালিন সময় সার্বিক আর্থিক সহযোগিতা করেছেন শীতার্থ মানুষের মাঝে কম্বোল বিতরণও করেছেন এবং প্রতি ঈদে আমাদের তিনি ঈদ উপহার দিয়ে থাকেন আমরা তার এই ৩৬  তম শুভ জন্মদিনে  সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি

।মোঃ রাজু আহমেদ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত আছেন ।মোঃ রাজু আহমেদ

বলেন, আল্লাহ তায়ালা কখন কাকে কিভাবে রাখবেন তিনিই তা ভালো জানেন। কার অবস্থা কখন কেমন হয় তা আমরা কেউ জানি না। তাই বিপদে আপদে সকল  অসহ মানুষের পাশে থাকতে চাই। আমি আমার জায়গা থেকে সাধ্যমত আর্থিক সহযোগিতা করে যায় এবংঅসহায় পরিবারের পাশে দাঁড়ানোর  চেস্টা করি। রাজু আহমেদ বলেন আমি সবার কাছে দোয়া চাই
 কোনো কিছু পাওয়ার আশায় করি না নিঃশর্তে করে যাব ইনশাআল্লাহ ।

 আজ  শুক্রবার, (২৬ মে )২০২৩ ,৩৬ তম জন্মদিনে মোঃ রাজু আহমেদ.

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সকল নিউজ সবার আগে পেতে লাইক দিন-

জনপ্রিয় পত্রিকাসমূহ