বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাট পৌরশহরের আমলাপাড়া লিচুতলা এলাকায় ঠিকাদার মোঃ রবিউল ইসলামের বাসায় সোমবার রাতে অজ্ঞান পার্টির দুবৃর্ত্তরা চেতনা নাশক স্প্রে ছড়িয়ে চুরি চেষ্টা করেছে। এতে বাসায় থাকা ঠিকাদার মোঃ রবিউল ইসলাম (৪৫) তার মেয়ে কলেজ ছাত্রী রাইসা (১৮) ও বৃদ্ধা মা অচেতন হয়ে হাসপাতালে ভর্ত্তি হয়েছেন। তবে দৃবৃর্ত্তরা বাসার আলমীরা, ও বিভিন্ন ড্রয়ার খুলে তচনছ করলেও কোন মালামাল বা টাকা নিতে পারে নাই। ঠিকাদার রবিউল ইসলামের পিতা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মোঃ মাহফিজুর রহমান জানান, সোমবার রাতের খাবার খেয়ে রবিউল ইসলাম রবির স্ত্রী তার ছোট মেয়েকে নিয়ে কবিরাজের কাছে যান। ধারনা করা হচ্ছে ওই সময়ে পুর্ব থেকে ওৎপেতে থাকা দৃর্বৃত্তরা কৌশলে ঘরের মধ্যে চেতনা নাশক ওষুধ স্প্রে করে দেয়। এতে রবি, তার মেয়ে ও মা অচেতন হয়ে যায়। গভীর রাতে তার স্ত্রী এসে ডাকাডাকি করলে কেহ ঘুম থেকে ওঠেনা। এক পর্যায়ে খবর পেয়ে রবি’র ব্যবসায়িক পার্টনার ঠিকাদার হেলাল আকনসহ বন্ধুরা এসে ঘরের দরজা ভেঙ্গে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। মঙ্গলবার দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা সুস্থ ¯^াভাবিক হয় নাই। আর দুবৃর্ত্তরা ঘরে তচনছ করলেও কোন কিছু নিতে পারে নাই বলে প্রাথমিকভাবে ঠিকাদারের স্ত্রী জানান। বিষয়টি থানা পুলিশকে জানানো হয় নাই।#্az
Leave a Reply