প্রতিনিধি বাগেরহাট,
বাগেরহাটে শেখ কামাল আন্তঃ জেলা স্কুল ও মাদরাসা এ্যাথলেটিকস প্রতিযোগীতা শুরু হয়েছে। বৃহস্পতিবার বাগেরহাট শেখ হেলাল উদ্দীন স্টেডিয়ামে পতাকা, শিখা প্রজ্জলন ও বেলুন উড়িয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। এসময় বাগেরহাটের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শাহিনুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজ আল আসাদ, অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খান হাবিবুর রহমান, ক্রিড়াবিদ অমিত রায়, সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন স্কুল ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শেখ কামাল আন্তজেলা এ্যাথলেটিকস প্রতিযোগীতায় ৯ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩২৩ জন শিক্ষার্থী দৌড়, লাফ, বর্শা নিক্ষেপসহ ৩২টি ইভেন্টে অংশগ্রহণ করার কথা রয়েছে। এই প্রতিযোগিতায় বিজয়ীরা জেলা প্রশাসনের ও ক্রীড়া সংস্থার সহযোগীতায় বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।#im
#
Leave a Reply