বৃহঃ. মার্চ ২৮, ২০২৪

 

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটে মাস্ক পরিধানে উৎসাহ দিতে আওয়ামী লীগ নেতার ফরিদ হাসানের ব্যতিক্রমী উদ্যোগ।

করোনা পরিস্থিতিতে মাস্ক পরিধানে উৎসাহ দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক কে এম ফরিদ হাসান। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথচারীদের মাঝে এই নেতার পক্ষ থেকে টি শার্ট ও মাস্ক বিতরণ করা হয়।মঙ্গলবার (২০ জুলাই) দুপুরে বাগেরহাটের কচুয়া উপজেলার চরকাঠি নামক স্থানে ফরিদহাসানের পক্ষে বিভিন্ন মানুষের মাঝে টিশার্ট ও মাস্ক বিতরণ করেন যুবলীগ নেতা শেখ শোয়েব ইসলাম। এসময়, যুবলীগ কর্মী লিপন, রফিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।যুবলীগ নেতা শেখ শোয়েব ইসলাম বলেন, করোনা পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে বাগেরহাট জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক কে এম ফরিদ হাসান সাধারণ মানুষের পাশে ছিলেন।সেই ধারাবাহিকতায় আমরা ৫০০ টিশার্ট ও দুই হাজার মাস্ক বিতরণ করেছি। টিশার্ট ও মাস্ক বিতরণের সাথে সাথে আমরা মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলারও অনুরোধ করছি।এই টি শার্টটির পেছনে বড় অক্ষরে মাস্ক ব্যবহার করুণ-স্বাস্থ্য বিধি মেনে চলুন লেখা রয়েছে। যা দেখে মানুষ মাস্ক পরিধানে সচেতন হবে বলে আমরা আশা করছি।সাধারণ মানুষকে সচেতন করতে এবং মাস্ক পরিধানে উৎসাহ দিতে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

 

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *