বৃহঃ. এপ্রি ২৫, ২০২৪
বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাট : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় শেখ রাসেল (১৯) নামে এক মাদ্রাসার ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ মে) সকালে চিতলমারী উপজেলার বারাশিয়া তাকে গ্রেপ্তার করে পুলিশ। আইনগত প্রক্রিয়া শেষে দুপুরে রাসেলকে আদালতে প্রেরন করেছে পুলিশ।এর আগে সোমবার (১৭ এপ্রিল) রাতে চিতলমারী উপজেলার সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হায়দার আলী শেখ বাদী হয়ে তথ্য প্রযুক্তি আইনে চিতলমারী থানায় একটি মামলা দায়ের করেন। শেখ রাসেল চিতলমারী উপজেলার বারাশিয়া গ্রামের শেখ বেল্লাল হেসেনের ছেলে। গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া উপজেলার বাশঁবাড়িয়া কওমী মাদ্রাসার সাত জামাতের শিক্ষার্থী। চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম কামরুজ্জামান বলেন, গত ১৭ মে শেখ রাসেল নামে একটি ফেসবুক আইডি থেকে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি দিয়ে ও কুরুচিপূর্ণ মন্তব্য প্রকাশ ও প্রচার করে। এই অভিযোগে তথ্য প্রযুক্তি আইনে করা মামলায় রাসেলকে গ্রেফতার পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *