বৃহঃ. এপ্রি ১৮, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি
জনতা ব্যাংক লিমিটেডে ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি বিভিন্ন সেবা ফি গ্রহণ শুরু হয়েছে। একটি “স্বয়ংক্রিয় চালান” এর মাধ্যমে এই ফি গ্রহন করা হবে। বাগেরহাট অঞ্চলে এই সেবা চালু উপলক্ষে শনিবার (২৩ অক্টোবর) দুপুরে বাগেরহাট শহরের রাহাতের মোড় এলাকা থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবারও রাহাতের মোড়ে এসে শেষ হয়। শোভাযাত্রা থেকে জনতা ব্যাংকের নতুন এই সেবা সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয় সাধারণ মানুষের মাঝে।
শোভাযাত্রায়, জনতা ব্যাংক, বাগেরহাট অঞ্চলের উপ-মহা ব্যবস্থাপক মোঃ মফিজুল ইসলাম, সহকারি মহা ব্যবস্থাপক মোঃ আহসান ফারুকসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহন করেন।
জনতা ব্যাংক, বাগেরহাট অঞ্চলের উপ-মহা ব্যবস্থাপক মোঃ মফিজুল ইসলাম বলেন, স্বয়ংক্রীয় এই চালান পদ্ধতীর মাধ্যমে জনতা ব্যাংক গ্রাহক সেবায় আরও একধাপ এগিয়ে গেল। এর মাধ্যমে পার্সপোর্ট ফি, আয়কর, ভ্যাট, শুল্ক, সারচার্জসহ সব ধরণের সরকারি বিভিন্ন সেবা ফি জমা দেওয়া যাবে।

ssn

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *