বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাট খাদ্যের পুষ্টিমান তুলে ধরতে ফুড ফেয়ার নামে ব্যাতিক্রমধর্মী এক মেলার আয়োজন করেছে নার্গিস মেমোরিয়াল নার্সিং কলেজ কর্তৃপ¶। সোমবার দিনভর কলেজ ক্যাম্পাসে ৮টি ষ্টলে কলেজের বিভিন্ন বিভাগের শি¶ার্থীরা তাদের তৈরি পুষ্টিগুন সম্পন্ন ¯^াস্থ্যকর বিভিন্ন প্রকার খাবারসহ ফল প্রদর্শন করা হয়।
বাগেরহাট শহরের সরুই এলাকায় সকালে কলেজ ক্যাম্পাসে ফুড ফেয়ারের উদ্ধোধন করেন নার্গিস মেমোরিয়াল কলেজের চেয়ারম্যান সৈয়দ আলতাফ হোসেন। অনুষ্ঠানে নাসিং কলেজের ব্যবস্থাপনা পরিচালক মো. ফিরোজুল ইসলাম, অধ্য¶ আরিফা আক্তার, বাগেরহাট নার্সিং ইনিষ্টিটিউটের অধ্য¶ মনোয়ারা আনসার, বাগেরহাট বিএমএ’র সাধারন সম্পাদক ডা. মোশাররফ হোসেন, ডা. আবু দাউদ খান, ডা. লুৎফুল কবিরসহ কলেজের তিনটি ট্রেডের আড়াই শতাধিক শি¶ার্থী ও নারী-শিশুসহ বিপুল সংখক মানুষ অংশ নেন।
ফুড ফেয়ারে নাসিং শি¶ার্থীদের তৈরি বিভিন্ন সম্পন্ন ¯^াস্থ্যকর খাবারসহ ফলের পুষ্টিমান সম্পর্কে চিকিৎসকরা উপস্থিত দর্শকদের ধারনা দেয়া হয়।rj
Leave a Reply