শুক্র. মার্চ ২৯, ২০২৪

বাগেরহাটপ্রতিনিধি:
বাগেরহাটে আন্তর্জাতিক জনসেবা দিবস উপলক্ষে আলোচনা সভাও সম্মাননা প্রদান করা হয়েছে। রবিবার সকালে দি এশিয়াফাউন্ডেশনেরআর্থিক সহযোগিতায় এবং বাঁধনমানব উন্নয়নসংস্থার বাস্তবায়নে, বাগেরহাট সদরউপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা শেখ মো: আজগর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা ও সম্মাননা অনুষ্ঠানেপ্ রধান অতিথি হিসাবেউপস্থিত ছিলেন বাগেরহাট সদরউপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম। এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট সদরউপজেলা কৃষিকর্মকর্তা সাদিয়াসুলতানা, বাগেরহাটসদরউপজেলা স্বাস্থ্য ও পরিবারপরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রদিপকুমার বকসি, কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিতুররহমান পল্টন, বাঁধনের নির্বাহীপরিচালক এএসএম মঞ্জুরুলহাসান মিলন, এ্যাকশন এইড বাংলাদেশ এরপ্রতিনিধি ওবায়েদুল্লাহ আলইমন, বাঁধনের এফোরটি প্রকল্পেরপ্রকল্প সমন্বয়কারী খোন্দকার মুশফিকুল ইসলামরিতু, এছাড়া বাঁধনেরকর্মকর্তা,সাংবাদিক, বাঁধনেরবিভিন্নইয়ুথ গ্রুপেরসদস্যরাউপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, সরকারীকর্মকর্তারাহলজনগনের সেবক। সাধারনমানুষযখন সেবা নিতেআশেতখন সেবা দানকারীর উচিত হাসিমুখে সেবাপ্ রদানকরা। পরেবিভিন্নসরকারী সেবাদানকারীপ্ রতিষ্ঠানের কর্মকর্তাদের সঠিক সেবা প্রদানেরজন্য সম্মাননাপ্ রদান করাহয়।,

sg

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *