শনি. এপ্রি ২০, ২০২৪

প্রতীকী ছবি.

  বাগেরহাট প্রতিনিধিঃ

 

 

বাগেরহাটে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে এক ঠিকাদার আহত হয়েছেন

শুক্রবার সন্ধ্যায় বাগেরহাট  জেলা শহরের কৃষ্ণনগর এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

তবে কে বা কারা কী কারণে ঠিকাদার সিরাজুল ইসলাম মনক কে (৪৫) গুলি করেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।  তাকে বাগেরহাট সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনায় একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। সিরাজুল ইসলাম মনক শহরের কৃষ্ণনগরের প্রয়াত আনোয়ার হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বাগেরহাট গণপূর্ত, এলজিইডিসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কাজ করে আসছেন। বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. মিরাজুল করিম বলেন, সিরাজুল ইসলাম নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার ডান উরুতে একটি গুলির ক্ষত চিহ্ন রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনায় পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পরিবারের বরাত দিয়ে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. আসাদুজ্জামান বলেন, শুক্রবার সন্ধ্যায় ঠিকাদার সিরাজুল ইসলাম মনক কৃষ্ণনগর এলাকায় রাস্তায় দাঁড়িয়েছিলেন। এ সময় একটি মোটর সাইকেলে আসা দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে প্রথমে একটি গুলি ছোড়ে; এরপর আরেকটি গুলি চালায়। একটি গুলি সিরাজুলের ডান উরুতে বিদ্ধ হয়। গুলি করে ওই অজ্ঞাত বন্দুকধারীরা পালিয়ে যায় বলে জানান তিনি। আসাদুজ্জামান আরও জানান, স্থানীয় লোকজন গুলিবিদ্ধ সিরাজুলকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। “কারা কী কারণে এই ঠিকাদারকে গুলি করে হত্যার চেষ্টা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।”অস্ত্রধারীদের শনাক্ত করতে পুলিশ অভিযান শুরু করেছে বলে তিনি বলেন।

ap.g

 

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *