মঙ্গল. এপ্রি ২৩, ২০২৪

 

 

 

নিজস্ব প্রতিবেদক উত্তাল সংবাদ :

বাংলাদেশ প্রাইভেট নার্সিং ইনস্টিটিউট এন্ড কলেজ ওনার্স এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি গঠন,

বাংলাদেশ প্রাইভেট নার্সিং ইনস্টিটিউট এন্ড কলেজ ওনার্স এসোসিয়েশনের ২০২১-২০২৪ মেয়াদের ৫১ সদস্যের নতুন কমিটি গঠন হয়েছে।এতে সর্বসম্মতিক্রমে সভাপতি পদে সাইক নার্সিং কলেজের চেয়ারম্যান আবু হাসনাত মো: ইয়াহিয়া ও ডিডাব্লিউএফ নার্সিং কলেজের চেয়ারম্যান মো: জহিরুল ইসলাম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। আজ শনিবার সংগঠনের অস্থায়ী কার্যালয়ে বার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ সভাপতি- ফিরোজুল ইসলাম,নার্গিস মেমোরিয়াল নার্সিং কলেজ; মো: সিরাজুল ইসলাম বাদল,নূর-ই-সামাদ নার্সিং কলেজ; ড. আহমেদ আল ওয়ালী,আরটিএম নার্সিং কলেজ; অধ্যাপক ডা: জালাল আহমেদ,ন্যাশনাল নার্সিং কলেজ; ডা: মো: মতিউর রহমান, টিএমএসএস নার্সিং কলেজ; ডাঃ আনিস মালেক,উদয় নার্সিং কলেজ; মোঃ আকরাম হোসেন, মিরপুর নার্সিং ইনস্টিটিউট; মো: শামীম আহমেদ,সান কেয়ার নার্সিং কলেজ; মোঃ ফেরদৌস আলম,আনোয়ারা নার্সিং কলেজ; যুগ্ম সাধারণ-সম্পাদক-মো: মিজানুর রহমান,ইস্টার্ন নার্সিং ইনস্টিটিউট; শেখ মো: জহিরুল ইসলাম,আর্ট নার্সিং কলেজ;মো: সেরাফুল হোসেন হিমেল, মেডি হেলথ নার্সিং ইনস্টিটিউট;মো: মনিরুজ্জামান স্বাধীন, শাহমাকদুম নার্সিং কলেজ; ড. এসএম জাফর, ড. জাফর নার্সিং কলেজ; মো: সালাউদ্দিন,হোয়াইট পার্ল নার্সিং কলেজ; মো: আবুল কালাম শেখ,বীর মুক্তিযোদ্ধা আ: ছালাম নার্সিং কলেজ; এ্যাড. সুলতান মাহমুদ খান ইয়াহিয়া,ব্রাইট নেশন নার্সিং ইনস্টিটিউট; রাশেদ মোস্তাফিজুর রহমান,এ্যামাজান নার্সিং কলেজ; মো: মনিরুজ্জামান বাবুল,মমতা নার্সিং ইনস্টিটিউট; অর্থ সম্পাদক-মো: তাজ উদ্দীন মিলন, মিতু নার্সিং কলেজ; শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক- রেশমা খান রিয়া, সৈয়দপুর সিটি নার্সিং ইনস্টিটিউট; দপ্তর সম্পাদক-মো: মুরাদ হোসেন,রুমিয়া নার্সিং ইনস্টিটিউট; বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- মো: আ: মতিন,হালিমা খাতুন নার্সিং কলেজ; আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক-সোহেলি ইয়াসমিন, রুমডো নার্সিং কলেজ; সাহিত্য,সংস্কৃতি ও পাঠাগার বিষয়ক সম্পাদক-গৌরঙ্গ বিশ^াস স্বাধীন,পল্লবি নার্সিং ইনস্টিটিউট; জনসংযোগ ও প্রচার সম্পাদক-মো: সেলিমআইডিয়াল নার্সিং কলেজ; সহ জনসংযোগ ও প্রচার সম্পাদক- বায়জীদ আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক- ডা: ফজলুল কাদের, আইনবিষয়ক সম্পাদক- এ্যাড. মো: রফিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক- এ্যাড. সৈয়দ রফিকুল ইসলাম,সাউথ বাংলা নার্সিং ইনস্টিটিউট; সমাজকল্যাণ সম্পাদক- ফাহিমা নূর,এশিয়া নার্সিং কলেজ; প্রকাশনা সম্পাদক- সুদিপ কুমার নাথ,রাজধানী নার্সিং কলেজ; ছাত্র কল্যাণ সম্পাদক- মনোয়ারুল কাদির মাসুম,¯েœহা নার্সিং কলেজ; মহিলা ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক-মেহেরুন নেছা,জহির-মেহেরুর নার্সিং কলেজ; নির্বাহী সদস্য-দেওয়ান কামরুজ্জামান, এনডিসি নার্সিং কলেজ, এ্যাড. ফজলুল হক, সিরাতুন নেছা নার্সিং ইনস্টিটিউট;রেখা আলম চৌধুরী,মো: সেলিমউজ্জামান,মডেল নার্সিং ইনস্টিটিউট; মো: হুমায়ুন কবির,সিমান্তিক নার্সিং কলেজ; ডা: একেএম মেজবাহুর রহমান,শিরিন রহমান নার্সিং কলেজ; আবু দাউদ, আইডিয়াল নার্সিং কলেজ; ফাতেমা খানম, তুরাগ আধুনিক নার্সিং কলেজ; মো: নূরুল ইসলাম,সিটি নার্সিং কলেজ; শাহিন আলম, নিউ সোনার বাংলা নার্সিং ইনস্টিটিউট প্রমুখ।

উক্ত সভায় বেসরকারি পর্যায়ে ২০০ শতাধিক নার্সিং ইনস্টিটিউট ও কলেজের উদ্যোক্তা ও প্রতিনিধি উপস্থিতি ছিলেন। প্রধান নির্বাচন কমিশনানের দায়িত্ব পালন করেন অধ্যাপক ডা: জালাল আহমেদ।

mnak

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *