মঙ্গল. এপ্রি ২৩, ২০২৪
জাকির হোসেন বাদশা মতলব উত্তর, চাঁদপুর।
সারা দেশের ন্যায়  চাঁদপুরের মতলব উত্তরে প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহার ঘর পেয়ে  ভূমি-গৃহহীন মুক্ত হচ্ছে আরো ৩৫টি পরিবার ৷ সহকারী কমিশনার( ভূমি) মোঃ আল ইমরান এ তথ্য নিচ্ছিত করেছেন ৷
 ১১ জানুয়ারী সকালে  উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে যাচাই- বাচাই শেষে ভূমি-গৃহহীন ৩৫ জন পরিবারকে  প্রধান মন্ত্রীর উপহার হিসেবে  এই ঘর প্রদান করা হবে ৷ উপজেলার বিভিন্ন স্থানে বসবাস কারী ভূমি-গৃহহীন ৩৫টি পরিবারকে ঘর দেওয়ার বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় ৷ উক্ত ৩৫টি পরিবারকে উপজেলার চরপাতালিয়া আশ্রয়ন প্রকল্প- ২ এ পূনর্বাসন করা হবে বলে জানা যায় ৷ যাচাই- বাচাই এ  উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল ইমরান, নাজির  মোঃ আবুল কাসেম, ছার্ভেয়ার মোঃ মহিউদ্দিন পলাশ ৷তার  পূর্বেও উপজেলার  কিস্নপুরে ৫জন, সাদুল্লাহপুর ইউনিয়নে ১১ জন, ও ছেংগারচর পৌরসভায় ১৯জনসহ মোট ৩৫জনকে প্রধান মন্ত্রীর উপহার হিসেবে  ঘর দেওয়া হয়েছে ৷ যাচাই- বাচাই কালে সহকারী কমিশনার ভূমি মোঃ আল ইমরান বলেন, দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। সেই লক্ষে মাননীয়  প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন ৷বাংলাদেশের প্রতিটি গৃহহীন-ভূমিহীন মানুষ ঘর পাবে, ঠিকানা পাবে। আর তা বস্তবায়নে আমরা কাজ করছি ৷
তিনি বলেন সারা দেশের ন্যায় মতলব উত্তর উপজেলাকেও পর্যায়ক্রমে ভূমি-গৃহহীনমুক্ত করা হবে  সেই লক্ষে মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশে ভূমি-গৃহহীনমুক্ত  করার জন্যই আমরা কাজ করে যাচ্ছি ৷

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *