প্রতিনিধি বাগেরহাট :
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বাগেরহাটে আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ মে) বিকালে রেলরোডস্থ’ দলীয় কার্যালয় চত্বরে বাগেরহাট জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলিয় কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সভাপতি শেখ কামরুজ্জামান টুকু, সাধারন সম্পাদক ভূইয়া হেমায়েত উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক খান হাবিবুর রহমান যুগ্ম সাধারন সম্পাদক সরদার ফকরুল আলম সাহেব, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্ছু , পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম,বাগেরহাট জেলা সেচ্ছাসেবেক লীগের যুগ সম্পাদক সরদার আব্দুল কাদেরসহ আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ।সমাবেশে বক্তারা বলেন, দেশে বিএনপি-জামায়াত আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছে। কোন ষড়যন্ত্র করে দেশের উন্নয়নের অগ্রযাত্রা থামানো যাবে না।এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বাগেরহাটের অন্য ৮টি উপজেলায়ও বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
Leave a Reply