প্রতিনিধি বাগেরহাট।
বাগেরহাটের পল্লীতে খাল থেকে আব্দুর রাজ্জাক শেখ (৪২) নামের একজন মৎস্য ঘের কর্মচারীর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কুচিবগা খাল থেকে স্থানীয়রা এই মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং লাশের সুরতহাল করেছে। নিহত আব্দুর রাজ্জাক শেখ (৪২) বিষ্ণুপুর ইউনিয়নের কোয়েখা গ্রামের রুস্তম আলী শেখের ছেলে। সে পাশ্ববর্তী বেশরগাতী গ্রামের একটি মৎস্য ঘেরের কর্মচারী ছিলেন স্থানীয়রা জানায়। প্রতিদিনের ন্যায় সোমবার বাড়ীতে রাতের খাবার খেয়ে মাছের ঘেরে পাহারার জন্য যায়। ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময় অজ্ঞাতরা তাকে হত্যা করে খাল ফেলে দিয়েছে। বাগেরহাট সদর মডেল থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে নিয়ে আসা হয়েছে। আব্দুর রাজ্জাকের মৃত্যুর কারণ জানতে পুলিশ কাজ শুরু করেছে।#
az
Leave a Reply