মঙ্গল. এপ্রি ২৩, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি ।

বাগেরহাটে কৃষি বিপনন লাইসেন্স না থাকায় দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার জরিমানা,
কৃষি বিপনন লাইসেন্স না থাকায় বাগেরহাটের চিংড়ি ব্যবসায়ীসহ দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। প্রতিষ্ঠান ২টি হলো বাগেরহাট সদর উপজেলার রুপসা এ্যালাইড ফিস প্রসেসিং কোম্পানি এবং ফকিরহাট উপজেলার শুভদিয়া এলাকার সততা এন্টারপ্রাইজ। বাগেরহাট জেলা প্রশাসনের সহকারি কমিশনার রুবাইয়া বিনতে কাশেম রবিবার বিকেলে ভ্রাম্যমান আদলতের বিচারক হিসেবে এই দন্ডাদেশ প্রদান করেন। এ সয়ম বাগেরহাট জেলা কৃষি বিপনন কর্মকর্তা সুজাত আলী খান উপস্থিত ছিলেন। সহকারি কমিশনার রুবাইয়া বিনতে কাশেম বলেন, লাইসেন্স না থাকায় চিংড়ি প্রক্রিয়াজাত কোম্পানি রুপসা এ্যালাইড ফিসকে ৬০ হাজার টাকা এবং সততা এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে প্রতিষ্ঠান দুটিকে সতর্ক করে দ্রুত লাইসেন্স গ্রহন করতে বলা হয়েছে। লাইসেন্স না নিলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। #az

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *