বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের ঐতিহ্যবাহী কাড়াপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা, অবসরপ্রাপ্ত শিক্ষক- কর্মচারীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০২ মার্চ) বিকালে কাড়াপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বাগেরহাট জেলা শাখারেজাউল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ০১ নং কাড়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ মহিতুর রহমান পল্টন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম মোর্শেদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ০১ নং কাড়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ দিদারুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার এসএম হিশামুল হক, কাড়াপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেখ নজরুল ইসলাম, অবসরপ্রাপ্ত প্রাক্তন শিক্ষক আবুল কালাম মোহাম্মদ ইউনুস, সুড়েশ চন্দ্র বাড়ই, বিকাশ চন্দ্র অধিকারীসহ স্থানীয় বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় কাড়াপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ২০২০,২০২১ ও ২০২২ সালের জিপিএ-৫ প্রাপ্ত ২৯ জন কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও ৫ জন অবসর প্রাপ্ত প্রাক্তন শিক্ষককে বিশেষ ভাবে সম্মানিত করা হয়। পরবর্তিতে প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।amn
Leave a Reply