প্রতিনিধি বাগেরহাট।
বাগেরহাট জেলা সদরের বেমরতা ইউনিয়নের চরগ্রাম এলাকায় এলজিইডির নির্মান করা সলিং রাস্তার ইট চুরিকরে বাড়ীর দেয়াল নির্মান করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। যা ধরা পড়ার পর রাতে স্থানীয়ভাবে কতিথ সালিশ বৈঠকের নামে দেয়াল ভেঙ্গে কিছু ইট ফিরিয়ে দিয়ে চুরির ঘটনা ধামাচাপা দেয়া হয়েছে। অভিযোগ সুত্রে জানা গেছে, বাগেরহাট শহর সংলগ্ন ভৈরব নদের অপরপাড়ে বেমরতা ইউনিয়নের চরগ্রাম এলাকায় এলজিইডির নির্মান করা ইটের সলিং রাস্তায় সম্প্রতি পানি উন্নয়ন বোর্ড ভেড়িবাধ নির্মান করে। ভেড়িবাদ নির্মানকালে সংশ্লিষ্ট ঠিকাদার ওই রাস্তার এলজিইডির ইট অপসারন করে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বরদের সমš^য়ে গঠিত কমিটির জিম্মায় দিয়ে দেয়। যা আবার উপজেলা বা ইউনিয়ন পরিষদের মাধ্যমে ভেড়িবাদের উপর ওই ইট দিয়ে পুনরায় সলিং করা হবে। রাস্তার পাশে স্তুপ আকারে রাখা ওই ইট নাকি প্রায়ই চুরি হচ্ছে। স্থানীয় কতিপয় অসাধু ব্যক্তিরা সরকারী ওই ইট রাতারাতি চুরি করে পুকুরে, মাছের ঘেরের মধ্যে নিয়ে ফেলে রাখছে বলেও জানায় স্থানীয়রা। আবার কেহ বাড়ীর কাজে লাগাচ্ছে। ওই ভেড়িবাদের লোকালবোর্ড খেয়াঘাটের পাশে জনৈক কামরুলের দোকানের কাছ থেকে বিপুল পরিমান ইট রাতারাতি নিয়ে এলাকার জনৈক পারভিন বেগম নামের এক নারী বাড়ীর দেয়াল নির্মান করেছেন। যা এলাকাবাসীর হাতে ধরা পড়লে গত ২৭ ফেব্রæয়ারী রাতে স্থানীয় ভাবে সালিশ বৈঠক করে দেয়াল ভেঙ্গে কিছু ইট ফিরিয়ে দিয়ে সালিশদারদের ম্যানেজ করে ঘটনাটি ধামাচাপা দেয়া হয়। বাগেরহাট এলজিইডির অতিরিক্ত সহকারী প্রকৌশলী জ্যোর্তিময় মোহন্ত বলেন, এলজিইডির নির্মান করা রাস্তায় পানি উন্নয়ন বোর্ড নদীর পাড় থেকে ভেড়িবাদ করতে গিয়ে সলিং রাস্তার ইট তুলে নিয়মানুযায়ী স্থানীয় ইউপি চেয়ারম্যান মেম্বরদের জিম্মায় রেখেছে। যা ভেড়িবাধ হয়ে গেলে ওই আবার ভেড়িবাদের উপর দিয়ে সলিং করা হবে। এ ইট চুরি হলে দায় জিম্মাদারের। এলজিইডির ইট চুরির বিষয়ে স্থানীয় বেমরতা ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন টগর বৃহস্পতিবার বিকেলে বলেন, ইট চুরি হয়েছিল তা আবার আমাদের লোকজন ফিরিয়ে এনেছে।#az
Leave a Reply