খবর বিজ্ঞপ্তি,
এম সিকিউরিটিজের এমডির বোনের মৃত্যুতে বৃহত্তর আমরা খুলনাবাসীর শোক ,
বিশিষ্ট ব্যবসায়ী নগরীর ডাকবাংলো এলাকায় এম সিকিউরিটিজ এর এম ডি নূরুল আজম চৌধুরীর বোন ইভা খানের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা হলেন সংগঠনের সভাপতি ডা. মো. নাসির উদ্দিন, শেখ হেমায়েতুল ইসলাম, মাজেদা খাতুন, ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. আঃ সালাম. শেখ হেদায়েত হোসেন হেদু, জি এম মঈন উদ্দিন, কামরুল ইসলাম কামু, নিয়াজ আহমেদ তুহিন, মুন্সি আহমেদ হোসেন, মনির মাহমুদ খোকন, প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, শেখ মোহাম্মাদ আলি, এম এ জলিল, কামরুল ইসলাম ভুট্রো, বেগ মফিজুল ইসলাম, কাওসারী জাহান মঞ্জু, শাকিল আহমেদ রাজা, আঃ রাজ্জক, শেখ শহিদুল ইসলাম, ক্বারী শরীফ মিজানুর রহমান, কবিতা আহমেদ, জিসান, আলহাজ্ব তাহেরুল আলম, শফিকুল ইসলাম অভি, আরিফ, ইকবাল হোসেন তোহা. জাকির হোসেন চঞ্চল, রফিকুজ্জামান, রুহুল কুৃদ্দুস, সাজ্জাদ চঞ্চল, আলমগীর, কামরুল, মুন্নাফ, মনির, মাসুদ, তৈয়বুর রহমান তপু, আলাউদ্দিন, জাভেদ, আ খ ম শাহিন, আবু বক্কার, আজমল প্রমুখ।
Leave a Reply