শুক্র. মার্চ ২৯, ২০২৪

 বাগেরহাট প্রতিনিধিঃ:
বাগেরহাটে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলা পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্র অডিটোরিয়ামে জেলা মৎস্য কর্মকর্তা এস এম রাসেলের সভাপতিত্বে সেমিনারে ইলিশ আহরণকারী জেলে, আড়ৎদার, মৎস্য কর্মকর্তা, কোস্টগার্ড ও গনমাধ্যমকর্মীসহ ১৫০ জন অংশ নেন।
সেমিনারে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।
এ সেমিনারে অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফেরদৌসী আনসারী ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ে গবেষনাপত্র তুলে ধরেন।
সেমিনারে আহরণকারী জেলে, আড়ৎদার, মৎস্য কর্মকর্তা, কোস্টগার্ড ও গনমাধ্যমকর্মীরা তাদের বক্তব্যে, বঙ্গোপসাগরসহ সাগরের সাথে সংযুক্ত নদ-নদীতে প্রজনন মৌসুমে ইলিশ আহরণে ৬৫ দিনের অবরোধ, ২২ দিনের জাটকা ইলিশ নিধন প্রতিরোধ কার্যকর করা, প্রকৃত জেলেদের মৎস্য কার্ড প্রদান করা, ইলিশের প্রজনন মৌসুমে জেলেদের সরকারী প্রনোদনা ৪০ কেজি চাউল চাহিদার তুলনায় কমসহ বিভন্ন সমস্যা ও ইলিশ উৎপাদনের সম্ভাবনার কথা তুলে ধরেন।

rj

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *