শিরোনামঃ

অসহায়দের মাঝে সেনাবাহিনীর খাদ্যসামগ্রী বিতরণ

USB ডেস্কঃ
  • প্রকাশিত বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটে সেনাবাহিনীর পক্ষ থেকে দুস্থ ও অসহায় ৫০০ জনের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের ৬৬ই বেঙ্গলের ৭ পদাতিক ডিভিশন।

বাগেরহাটে ঈদ উপলক্ষে দুস্থদের মাঝে সেনাবাহিনীর খাদ্যসামগ্রী বিতরণ। 
বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে জেলার কচুয়া উপজেলার ডিগ্রি কলেজ মাঠে এসব খাদ্যসামগ্রী বিতরণ কর হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল: চাল, ডাল, তেল, সেমাই ও চিনি।
ঈদ উপহার তুলে দেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল শাকিব সালেক পিএসসি।বাগেরহাটের কচুয়ার টেংরাখালী এলাকায় সুবিধাভোগী বৃদ্ধা রমেজান বিবি বলেন, ‘সেনাবাহিনী থেকে খাদ্যসামগ্রী পেয়ে খুশি হয়েছি। তাদের জন্য আমরা দোয়া করি।
খলিশাখালী গ্রামের সাইদুর রহমান বলেন, ‘ঈদের আগের দিন ঈদ সামগ্রী দিয়েছে সেনাবাহিনী। আমরা গরিব, এত টাকা নাই যে ঈদের দিন ভালা খাবার কিনে খাব। আজ আমার খুব আনন্দ লাগছে।’
 খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. তাছমিনা খাতুন, মেজর সিয়াম হাসান, ক্যাপ্টেন এএসএম মুরাদুজ্জামান, ক্যাপ্টেন আসিকুর রহমান ও ৭ পদাতিক ডিভিশনের কর্মকর্তারা।
tl

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সকল নিউজ সবার আগে পেতে লাইক দিন-

জনপ্রিয় পত্রিকাসমূহ